Aaam

আমের জন্ম বাংলাদেশে

একদল বিজ্ঞানীর গবেষণায় জানা গেছে, আমের বয়স প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো। আর এর জন্ম নাকি এই বাংলাদেশেই। যদিও এখন থেকে পাঁচ হাজার বছর আগে বিশ্বে বাংলাদেশ নামের কোনো দেশ ছিল না, তবে সে সময় ভারতবর্ষের যে অঞ্চলে আম জন্মাত, সেটা পড়েছে বাংলাদেশের অংশে। গবেষকদের মতে, আমগাছের জন্ম ভারতের উত্তরাংশ, খানিকটা বাংলাদেশে ও মিয়ানমারে।

জাতীয় ফল আম

সারা বিশ্বে আম জনপ্রিয়, আবার অনেক দেশেই এটি জাতীয় ফল। ভারত ও পাকিস্তানের মধ্যে যতই চিন্তার ভিন্নতা থাকুক না কেন, দুটি দেশের জাতীয় ফল আম। আবার ফিলিপাইনের জাতীয় ফলও আম।

আমের বিদেশি নামটাও উপমহাদেশের

এই উপমহাদেশ বিশ্বকে কেবল আমই দেয়নি, দিয়েছে এর নামটাও। উপমহাদেশ ছাড়া বিশ্বের প্রায় বেশির ভাগ দেশে আমের নাম ম্যাঙ্গো। এই নাম মূলত ইংরেজদের দেওয়া। ইংরেজরা আবার এই নাম নিয়েছে পর্তুগিজ শব্দ মাঙ্গা থেকে। পর্তুগিজ এই শব্দ এসেছে দক্ষিণ ভারতীয় মালয়ালম শব্দ মাআঙ্গা অথবা দক্ষিণ ভারতীয় শব্দ মাঙ্গাই থেকে। আবার কারও মতে, এটা তামিল শব্দ মানকাইয়ের পর্তুগিজ রূপ।

More Posts

Stay Updated!

Our Blog with
Carousel Style

test 2

Mango